Imon Talukder

wordpress woocommerce Bug Fix

কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের Bug Fix করা যায়?

কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের Bug Fix করা যায়?
ই-কমার্স সাইটে সমস্যা মানেই বিক্রিতে বড় বাধা। Checkout কাজ করছে না, পেমেন্ট আটকে যাচ্ছে, Add to Cart সাড়া দিচ্ছে না—এসব বাগ অনেক সময় খুব সাধারণ কারণেই তৈরি হয়। একটু গোছানোভাবে দেখলে সহজেই ঠিক করা যায়।

1) আগে সমস্যাটা ঠিক কোথায় সেটা পরিষ্কার করোঃ
এটাই প্রথম ধাপ।
কোন পেজে বাগ হচ্ছে—Cart, Checkout, Product page নাকি Dashboard? Inspect → Console এ কোনো error দেখাচ্ছে কিনা দেখে নাও। সমস্যার সোর্স বুঝলে ফিক্স করতে বেশি সময় লাগে না।

2) প্লাগইন কনফ্লিক্ট পরীক্ষাঃ
ই-কমার্স সাইটে সবচেয়ে বেশি বাগ আসে প্লাগইন থেকে। WooCommerce ছাড়া সব প্লাগইন বন্ধ করো, তারপর একটা একটা করে চালু করে দেখো যেটায় সমস্যা, সেটা আপডেট, রিপেয়ার বা রিপ্লেস করো।

3) থিম বাগ পরীক্ষাঃ
অনেক থিম WooCommerce এর নতুন ভার্সনের সাথে ঠিকভাবে চলে না। ডিফল্ট থিম (Twenty Twenty-Four) চালিয়ে টেস্ট করো, সমস্যা ঠিক থাকলে বুঝবে আসল বাগ থিমেই। তখন child theme দিয়ে ফিক্স করতে হবে।

4) Cache ক্লিয়ার করে আবার চেকঃ
ফিক্স করার পরও যদি দেখো কিছুই বদলায়নি, বেশিরভাগ সময় Cache দায়ী। LiteSpeed / WP Rocket / Cloudflare cache clear ব্রাউজার cache clear, Incognito মোডে রিফ্রেশ, এটা অনেক বাগ এক মিনিটে ঠিক করে দেয়।

5) WooCommerce System Status দেখে নাওঃ
WooCommerce → Status এই জায়গায় লাল রঙে যা দেখাবে, সেটাই hint। Template outdated / Database update needed / PHP version কম / Memory limit কম, এসব মিলিয়ে নিলে ধারণা পাওয়া যায় বাগটা কোথায়।

6) Debug mode চালু করে আসল error ধরোঃ
wp-config.php এ debug চালু করো। এরপর debug.log এ স্পষ্ট error মেসেজ দেখা যাবে। জটিল বাগ ধরতে এটা দারুণ কাজ দেয়।

7) Payment gateway বাগঃ
Bkash, Nagad, Stripe বা PayPal সব জায়গায়ই ছোট ভুলে বড় সমস্যা হয়। API key ভুল / Callback URL সেট না থাকা / Currency mismatch / পুরনো plugin। এগুলোর যেকোনো একটা ঠিক করলেই পেমেন্ট চলতে শুরু করে।

8) Database repair
ই-কমার্স heavy, তাই database error খুব স্বাভাবিক। phpMyAdmin → Repair অথবা WP-Optimize দিয়ে optimize করো। Order, cart ও product meta ঠিক হয়ে যায়।

9) Error তৈরি করা ফাইল রিপ্লেসঃ
কোনো plugin বা theme file corrupted হলে ছোট বাগও বড় হওয়া শুরু করে। FTP দিয়ে fresh copy আপলোড করলেই সমাধান।

10) ফিক্স শুরু করার আগে অবশ্যই Backup
যত ছোটই পরিবর্তন হোক backup ছাড়া কাজ শুরু করো না।

11) শেষ ধাপে পুরো সাইট টেস্টঃ
মোবাইল, ডেস্কটপ দুইটাই, Guest + Logged-in user, Add to cart, checkout, payment, Email notification সব ঠিকঠাক চলছে কিনা নিশ্চিত হও।

ই-কমার্স সাইটে বাগ মানে ভয় পাওয়ার কিছু নয়। সমস্যাটা কোথায়, সেটা শান্তভাবে ধরতে পারলেই অর্ধেক কাজ শেষ। সাজানো স্টেপ মেনে এগোলে যেকোনো বাগ কয়েক মিনিটের মধ্যেই ঠিক করা যায়।